সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের ফলে একটি মোজা তৈরির কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আজ রবিবার সকালে ইয়ারপুর ইউনিয়নের মানিকগঞ্জ পাড়া এলাকার হুইজু বাইজিয়া গ্লোব কোম্পানী লিমিটেড অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ।
বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা জানায়, চায়না মালিকানাধীন মোজা তৈরির কারখানায় কাজ করেন প্রায় এক হাজার শ্রমিক। গতকাল থেকে কারখানাটির ভিতরে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে মালিকপক্ষ কোন সমাধানে না এসে আজ সকালে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন।
এছাড়াও নোটিশ টাঙ্গিয়ে দেন কারখানার মূল ফটকে। আজকে সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের কারখানার সামনে থেকে সড়িয়ে দেয়।
তখন শ্রমিকরা বাড়ি ফিরে যান। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে বলে জানায় বিক্ষোভরত শ্রমিকরা।