নিজস্ব প্রতিবেদকঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটূক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকার সরকারি বঙ্গবন্ধু কলেজে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (১৩ জুন) সকালে কলেজের সকল শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা কলেজের গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে পল্লবী থেকে মিরপুর ১২, ১১ হয়ে ১০ নাম্বারে এসে শেষ করে। তখন শিক্ষার্থীরা রাসূল (সা.) কে অবমাননা করায় তীব্র ঘৃণা প্রকাশ করে এবং তাদের যথাযথ শাস্তি দাবী করেন।
মুক্ত নিউজ/ইয়াসিন