ভারতে বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কুটূক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলা বিক্ষোভ মিছিল করেছে পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (১২ জুন) সকালে একাদশ, দ্বাদশ ও অনার্স এর সকল শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পদ্মা সরকারি কলেজ গেট হতে শুরু হয়ে ফুলতলা বাজার পেরিয়ে, নারিশা ডাকবাংলো হয়ে পুনরায় কলেজ এর ভিতরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
তখন শিক্ষার্থীরা বলেন, যারাই নবীজীকে নিয়ে কুরুচিপূর্ণ, অপমানজনক কথাবার্তা বলবে তাদের বিরুদ্ধে মুসলমানেরা সবসময় প্রতিবাদ করবে। আমরা যে যেই স্থানে আছি শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা নবীজীর সম্মান রক্ষা করবো। উপস্থিত সকল শিক্ষার্থীরা নুপুর শর্মা ও নবীন জিন্দালের কঠিন বিচারের দাবীর পাশাপাশি বাংলাদেশ সরকারকে জাতীয় সংসদে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান। এবং মহানবীকে (সা.) অবমাননার ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব পাসের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, পদ্মা সরকারি কলেজ এর একাদশ, দ্বাদশ, অনার্স এর সকল শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা।
মুক্ত নিউজ/ইয়াসিন