ভারতে বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কুটূক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ এর শিক্ষার্থীরা।
আজ ১৩ জুন সোমবার সকালে একাদশ, দ্বাদশ ও কলেজের সকল শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মালিকান্দা স্কুল থেকে বের হয়ে মেঘুলা বাজার শেষ করে মালিকান্দা সরকারি হাসপাতাল পর্যন্ত গিয়ে আবার পুনরায় কলেজ এ ভিতরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
সে সময় শিক্ষার্থীরা বলেন, প্রিয় নবী হয়রত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে যারা কুরুচিপূর্ণ, অপমানজনক কথাবার্তা বলবে তাদের বিরুদ্ধে মুসলমানেরা সবসময় প্রতিবাদ করবে। আমরা যে যেই স্থানে আছি শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা নবীজীর সম্মান রক্ষা করবো। উপস্থিত সকল শিক্ষার্থীরা নুপুর শর্মা ও নবীন জিন্দালের কঠিন বিচারের দাবীর পাশাপাশি বাংলাদেশে সরকারকে জাতীয় সংসদে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান। এবং মহানবীকে (সা.) অবমাননার ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব পাসের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মালিকান্দা স্কুল এর সকল ছাত্র এবং একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। মেঘুলা বাজারের ব্যাবসায়ী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা।
মুক্ত নিউজ/ইয়াসিন