সাভার প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাভারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো সাভারেও সপ্তাহব্যাপি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী।
পরবর্তীতে আজ রোববার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এসময় র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এসভায় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।
তখন প্রতিমন্ত্রী সাভার উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন।
মুক্ত নিউজ/ইয়াসিন