সাভার প্রতিনিধিঃ সাভারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাভার সরকারি কলেজের উদ্যোগে কুড়িগ্রামের ৪টি ইউনিয়নে বন্যাদুর্গত ২৭৫টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুন) দিনব্যাপী কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ৫৫ প্যাকেট, নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে ৬৫ প্যাকেট, ভোগডাংগা ইউনিয়নে ১০০ প্যাকেট এবং ফুলবাড়ি উপজেলায় রোমারিতে ৫৫ প্যাকেট বিতরণ করা হয়েছে।
এ কাজে বিশেষভাবে সহযোগিতা করেছে শিক্ষার্থীদের সম্মিলিত স্বেচ্ছাসেবক দল। বন্যাদুর্গত পরিবারে দেওয়া ত্রাণের প্রতিটি প্যাকেটে চাউল ৫ কেজি, ডাল ১কেজি, তেল ১কেজি, খাবার স্যালাইন ৫টি, মুড়ি ১কেজি, চিড়া ১কেজি, আলু ৫ কেজি, লবন ১ কেজি, পেয়াজ ২ কেজি, হলুদ গুড়া ১০০গ্রাম এবং গ্যাস লাইট ১টি।

এ বিষয়ে সাভার সরকারি কলেজের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, চলমান দেশের বন্যার পরিস্থিতি বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক দল সাভার সরকারি কলেজ সহ আশেপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বন্যার্তদের জন্য সংগ্রহ করেছে ৭৮ হাজার ৪৭০টাকা।
তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের চাহিদা অনুযায়ী আমাদের কালেকশন কম হয়েছিল। তাই আমাদের সেচ্ছাসেবক দল সাভারের বৃহত্তর সামাজিক সংগঠন “দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাভার” এর সাথে যুক্ত হয়ে ২৭৫টি পরিবারকে ত্রানসামগ্রী বিতরণ করেন। যারা আমাদের সহযোগিতা করেছেন সকল শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু, ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, সাভার সরকারি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান, ইয়াকুব আলী, “দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাভার” এর সহকারী পরিচালক সানোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা।
মুক্ত নিউজ/ইয়াসিন