সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় স্টাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকারকে (৩৫) হত্যার ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই এমদাদুল হক।
এসময় এসআই এমদাদুল হক বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে পালাতে সহায়তার জন্য তার বাবাকে গ্রেফতার করা হয়। তিনি তার এক ভাড়াটিয়ার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে আত্মগোপনে ছিলেন। আজ তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত শিক্ষার্থী জিতুকে গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাতাড়ি মারধর করে দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু। পরে গত সোমবার (২৭ জুন) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন স্কুলের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা স্কুলের গেটের সামনে মানববন্ধন করেন। তখন তারা অভিযুক্ত আসামী জিতুকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দাবি করেন।
আরও জানতে পড়ুন:
মুক্ত নিউজ/ইয়াসিন