সাভার প্রতিনিধিঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে শতাধিক দুস্থ ও অসহায় নারীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর তাদের হাতে এ উপহার তুলে দেন।
এসময় ৯২ জন উপকারভোগীর মাঝেও ভিজিডির চাল বিতরণ করা হয়। প্রত্যেক নারীকে চেয়ারম্যান এর নিজ তহবিল থেকে একটি করে ভালো মানের শাড়ি উপহার দেন।

চেয়ারম্যান ফখরুল আলম সমর জানান, বর্তমান সরকার দুস্থ ও অসহায় মানুষদের নানা সহযোগিতার মাধ্যমে তাদের সার্বিক জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উপহার অসহায় মানুষদের মাঝে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মুক্ত নিউজ/ইয়াসিন