সাভার প্রতিনিধিঃ সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ জুলাই) সকালে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লা ও আশুলিয়ার জিরাবো এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লার মামুন এর নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির নিচে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে এবং কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে আশুলিয়ার জিরাবো বটতলা এলাকা থেকে রফিকুল ইসলাম নামের (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সকালে বটতলা এলাকার একটি পরিত্যক্ত মাঠে গলায় গামছা পেছানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব বলেন, ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তদন্ত চলছে। তবে নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
মুক্ত নিউজ/ইয়াসিন