সাভার প্রতিনিধিঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি করেন চেয়ারম্যান ফখরুল আলম সমর। আজ শনিবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে এ র্যালি বের করা হয়।
এসময় র্যালিতে অংশগ্রহণ করেন চেয়ারম্যান ফখরুল আলম সমর, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ । তখন শেখ হাসিনা সরকারের এমন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আমরা আনন্দিত। আজ আমরা আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। শুধু আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে বলে জানান তিনি।
মুক্ত নিউজ/ইয়াসিন