সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় তুরাগ নদী পারাপারের সময় ৩৫ যাত্রীসহ নৌকা ডুবির ঘটনায় রোজিনা বেগম (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানা কাজ করতেন।
এর আগে, সকাল ৮টার দিকে তৈয়বপুরের তুরাগ নদীতে আনুমানিক ৩২ থেকে ৩৮ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রোজিনা বেগম (২২)।
এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার তৈয়বপুরের তুরাগ নদী পথে জিরাবো যাওয়ার সময় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে নদীর মাঝাখানে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তঃসত্ত্বা রোজিনা বেগম নিখোঁজ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে।
মুক্ত নিউজ/ইয়াসিন