সাভার প্রতিনিধিঃ সাভারের ছায়াবিথী বাড্ডা জামে মসজিদে দানের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে সাভার মডেল থানায় অভিযোগটি দায়ের করেন সাধারন সম্পাদক মনির হোসেন। এর আগে, গত ১২ আগস্ট ওই মসজিদে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।
অভিযুক্তরা হলেন- সাভার পৌরসভার সবুজবাগ এলাকার মৃত রওশন আলীর ছেলে কবির আহমেদ (৬০) ও একই এলাকার মোঃ ইউনূস মিয়া (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি জুম্মার দিন মসজিদে সাধারণ মানুষ নগদ টাকা দান করেন। গত ৫ আগস্ট ও ১২ আগস্ট দুই জুম্মা বারে দানবক্সে প্রায় ১৭ হাজার টাকা জমা হয়। এই টাকা মসজিদের ইমামের জিম্মায় থাকাকালীন সময়ে তার কাছ থেকে পর্যায়ক্রমে গত ৫ ও ১২ আগস্ট ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। পরে জুম্মার ইমাম সাধারণ সম্পাদকের কাছে ফোন করে ঘটনা খুলে বলেন ও বিদ্যুতের মিটারের টাকা শেষ হওয়ায় রিচার্জ করার অনুরোধ করেন। ঘটনা শুনে অভিযুক্তদের কাছে স্থানীয় কাউন্সিলর মোবাইল ফোনের মাধ্যমে টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু তারা সন্তোষজনক উত্তর না দিয়ে ফোন রেখে দেন।
মসজিদ কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন বলেন, বিবাদীরা এখন অবধি মসজিদের দান বাক্সের টাকা ফেরত না দেওয়ায় এলাকার স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে অভিযুক্ত কবির আহমেদ বলেন, দুই সপ্তাহের টাকা ভাই আমি হাত দিয়ে ধরি নাই, তবে টাকা আছে। টাকা আমরা স্লিপ করে থুয়ে দিছি। এই টাকাটা কার কাছে আছে এটা আমি বলতে পারবো না।
অপর অভিযুক্ত ইউনুস বলেন, এই টাকাটা মসজিদেই রয়েছে। মসজিদের মিটারে টাকা ছিল না এটা আমাকে জানিয়েছিল। আমি সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে বলেছি।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্ত নিউজ/ইয়াসিন