সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার গ্রিন লাইন লিমিটেড কারখানার একটি কার্টনের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ওই কারখানা থেকে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে কারখানার কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারম্যান কাওসার বলেন, বিকেল ৪টার দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়েছি। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হয়ে যায়। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মুক্ত নিউজ/ইয়াসিন