নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিজয় সরণি-তেজগাঁও লিংক রোডে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি পিষ্ট হয়েছে। এতে সিএনজি চালক নিহত হয়েছেন।
চালকের সাথে থাকা ফোনটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিএনজির নম্বর প্লেট বা কাগজপত্র দেখে শনাক্তের চেষ্টা চলছে। দুঘর্টনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো চারটি গাড়ি।
এই ঘটনায় কাভার্ডভ্যানটির চালককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। ডিউটি অফিসার এএসআই ফাতেমা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় বিজয় সরণির তেজগাঁও থানা শিল্পাঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, পিছন থেকে কাভার্ডভ্যানটি সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা চালককে গুরুতর আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুক্ত নিউজ/আই