নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের ঘিওরে পুরাতন ধলেশ্বরী নদীতে গরুবোঝাই ট্রলারডুবির ঘটনায় সিংহভাগ গরু জীবিত উদ্ধার হলেও ৬টি গরু তীব্র স্রোতের কারনে পারে উঠতে না পারায় মৃত্যু হয়। মৃত ছয়টি গরুর আনুমানিকগ বাজার মূল্য ১০ লক্ষ টাকা।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে ঘিওরের কুস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জেলার দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি ট্রলারযোগে কোরবানির ২৭টি গরু বিক্রির জন্য রাজধানীর গাবতলীর পশুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঘিওরের কুস্তা এলাকায় আসলে প্রচন্ড স্রোতে তাদের ট্রলারটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ২১ টি গরু জীবিত এবং ৬টি মৃত উদ্ধার করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, গরুবোঝাই ট্রলারডুবির ঘটনায় উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্য উদ্ধারের কাজ করছে। ২১টি গরু জীবিত উদ্ধার হলেও ৬টি গরুর তাৎক্ষণাত মৃত্যু হয়।
মুক্ত নিউজ/আই