সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে চাল ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পাথালিয়ার মাদারটেক স্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার উপর হামলা করা হয়। এ ঘটনার পর আজ শনিবার সকালে ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আহত রিপন (২৮) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌয়ারিপাড়া এলাকার মোঃ তারা মিয়ার ছেলে। সে আশুলিয়া বাজারে চালের ব্যবসা করেন।
এ বিষয়ে ভুক্তভোগী রিপন হোসেন জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন তিনি। এসময় রাত ৯টার দিকে মাদারটেক স্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার গাড়ি গতিরোধ করা হয়। তখন তাকে স্থানীয় মহর আলীর ছেলে মনসুর আলী, বিল্লাল হোসেন এবং শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪/৫ জন লোক এলোপাতাড়ি মারধর করে তারা। একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানার (এসআই) আসলাম বলেন, ভুক্তভোগী রিপন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মুক্ত নিউজ/ইয়াসিন