নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন
রবিবার (১৯ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া গ্রামের কালু মেম্বার এর ছেলে মোঃ আবুল কাশেম (৬৫), ফারহানা আক্তার (০৮) এবং ড্রাইভার মনির হোসেন বিল্লাল (৫৪) রাইপাড়া গ্ৰামের আব্দুল মালেক এর ছেলে ।
আহতরা হলেন, রাইপাড়া গ্রামের মৃতঃ মোঃ কাশেম এর মেয়ে রেখা আক্তার (২২),কুয়েত প্রবাসী রেখার স্বামী মোঃ লাভলু (৩৫) ফুলতলা নিবাসী, ফাহিমা (০৫)
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কুয়েত প্রবাসী মনির হোসেন কে আনতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার উদ্দেশে বের হয়। পরে শনিবার পরিবার সহ বাড়ি ফেরার পথে উপজেলার নবাবগঞ্জের সড়কে বাঘমারা প্যারাগন হাসপাতালের সামনে পৌঁছালে গাড়ি চালক চোখে ঘুম থাকার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক তারের খুটির সঙ্গে ধাক্কা খায়।
এতে গাড়িতে থাকা ৬ জন এর মধ্যে ২ জন ঘটনাস্থলে সাথে সাথে মারা যান পরে ৪ জন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন বিল্লাল কে মৃত ঘোষণা করেন।
মুক্ত নিউজ/ইয়াসিন