দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা দোহার উপজেলায় প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতিক্ষিত দোহার পৌরসভার নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত। বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্ন অফিসার আশ্রাফুল আলম। ৬৬৯৪ ভোট পেয়ে মেয়র হন জগ প্রতিক নিয়ে আলমাছ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলমেট মার্কা নিয়ে নজরুল ইসলাম বাবুল ৫০২৩ ভোট পান।
অন্য দিকে সাধারণ কাউন্সিলে ১নং ওয়ার্ডে মোঃ আলমগীর মুবিন ( টেবিল ল্যাম্প), ২নং ওয়ার্ডে মোঃ শওকত হোসেন ( উটপাখি), ৩নং ওয়ার্ডে আব্দুস সালাম শুকুর (টেবিল ল্যাম্প), ৪নং ওয়ার্ডে পাপেল মাহমুদ নিজাম (ব্রিজ), ৫নং ওয়ার্ডে ওয়াসিম চৌকদার (পানির বোতল), ৬নং ওয়ার্ডে হুমায়ুন কবির (উটপাখি), ৮নং ওয়ার্ডে জাফর ইকবাল (ব্ল্যাক বোর্ড), ৯নং ওয়ার্ডে মোহাম্মদ আলী (ডালিম) বেসরকারি ভাবে জয়ী হন।
সংরক্ষিত আসনে ১,২,৩ নং ওয়ার্ডে ইসরাত জাহান বনানী (চশমা), ৪,৫,৬ নং ওয়ার্ডে সৃতি আক্তার (জবা ফুল), ৭,৮,৯ নং ওয়ার্ডে ফরিদা ইয়াছমিন (আনারস) বেসরকারি ভাবে পাশ হন।
রহিমা বেগম (৮৫) খারাকান্দা তিনি বলেন, আমি একটু অসুস্থ থাকায় আমার আত্মীয় আমাকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। ভোট গ্রহণ সুষ্ঠ ভাবে হচ্ছে।
দক্ষিণ জয়পাড়া ভোট দিতে আসা আনোয়ারা বেগম (৪০) বলেন, এই প্রথম ইভিএম এ ভোট দিলাম ভাল লেগেছে। তবে ইভিএম এ ভোট গ্রহণ অনেক সময় লেগেছে। সকালে এসেছি ভোট দিতে প্রায় এক থেকে দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোট দিতে হয়েছে।
নির্বাচনের বিষয় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দোহার পৌরসভার নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা হয়নি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছে। যেসব অসুস্থ ব্যাক্তি ভোট দিতে এসেছে আমরা তাদেরকে আগে ভোট কেন্দ্রে নিয়ে যেতে সাহায্য করেছি। আমরা যে বারোটি কেন্দ্র ঝুঁকি পূর্ন মনে করেছিলাম সে গুলোতে অতিরিক্ত পুলিশ ছিল। আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালছিল।
দোহার উপজেলা নির্বাচনী কর্মকর্তা রেজাউল করিম জানান, দীর্ঘ ২২ বছর পর দোহার পৌরসভার নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। ভোটার ও প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে। কোথাও কোন সমস্যা হয়নি। ২১টি কেন্দ্রের ১৩৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৬৬ জন।
রিটার্ন অফিসার আশ্রাফুল আলম জানান, আমি যখন দোহার উপজেলায় আসি তখন দোহারের মানুষ অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে ছিলেন আমি সেটি দিতে পেরেছি।
তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারিনি ফিরে গিয়েছে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। আমাদের ৬০% ভোট কাস্ট হয়েছে।
মুক্ত নিউজ/আই