কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের অন্যান্য নদনদীসহ ব্রহ্মপূত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি গত তিন দিন ধরে ক্রমশ বাড়ছে। রৌমারী, চর রাজিবপুর, উলিপুর, ফুলবাড়ী, নাগেশ্বরীর কচাকাটা থানায় ও কুড়িগ্রাম সদর উপজেলায় বন্যা পরিস্থিতির ক্রমেই মারাত্মক অবনতির দিকে যাচ্ছে। যার ফলে বানভাসী মানুষের দুর্ভোগ এখন চরম পর্যায়ে পৌঁছেছে।
আজ রবিবার দুপুর ১২টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়,গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমার ২৭ সে.মি. ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপৎসীমার ৩২ সে.মি. এবং দুধকুমার নদীর পানি বিপৎসীমার ১২ সে.মি ওপর দিয়ে বইছে।
এ জেলার সার্বিক বন্যা পরিস্থিতিরি আরও অবনতি হয়েছে এবং প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সেই সাথে বানভাসী এলাকায় শুকনো খাবার,বিশুদ্ধ পানি,গো-খাদ্য ও জ্বালানীর তীব্র সংকট দেখা দিয়েছে ।
জেলার সকল উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সুত্রে জানা যায়, সকল নদনদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার ৯ উপজেলার ৩০টি ইউনিয়নের প্রায় দেড় শতাধিক গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেই সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন।
ইতোমধ্যেই তীব্র নদী ভাঙনে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘর-বাড়ি। এছাড়াও বন্যার পানির কারণে জেলায় প্রায় ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৯ উপজেলার ৫ হাজার হেক্টর জমির আউশ, আমন বীজতলাসহ নানা ফসল এখন পানির নিচে। নদীভাঙন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বানভাসী মানুষ রয়েছে চরম দুর্ভোগে।
মুক্ত নিউজ/ইয়াসিন