নিজস্ব প্রতিবেদকঃ কফিতে মৃত মাছি পাওয়ায় বরিশালের তিন তারকা হোটেল গ্রান্ড পার্ককে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত শুনানিতে মৃত মাছি পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম। তিনি জানান, কফিতে মৃত মাছি পাওয়ার পরে লিখিত অভিযোগ করেন ভোক্তা। আবেদন নিষ্পত্তিতে বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযোগ প্রমাণিত হয়।
জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, শনিবার (০২ জুলাই) হোটেল গ্র্যান্ড পার্কে কফি পান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। কফি পানের শেষ পর্যায়ে গিয়ে দেখেন, কফির মধ্যে কাপে একটি মৃত মাছি রয়েছে। এরপর হোটেল থেকে যথাযথ প্রমাণপত্র নিয়ে বের হন। তিনি জেলা কার্যালয়ে অভিযোগ দিলে শুনানিতে আজ অভিযোগের সত্যতা স্বীকার করে নেন হোটেল গ্রান্ড পার্ক কর্তৃপক্ষ। তাদের বিধান অনুসারে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মুক্ত নিউজ/আই