***সতর্কতা: এই ভিডিওর কিছু অংশ আপনার মানসিক চাপের কারণ হতে পারে।
ঢাকার বেইলি রোড এলাকায় শুক্রবার একটা বেপরোয়া গতির গাড়ি সজোরে একটি রিকশাকে ধাক্কা দিয়েছে, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় তীব্র গতিতে ছুটে আসা একটি প্রাইভেট কারের আঘাতে রিকশাচালক ও এর আরোহীরা ছিটকে পড়েন।
পরে জানা যায় রিকশায় আরোহী ফখরুল হাসান তার ছয়মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে রমনা পার্কে যাবার সময় দুর্ঘটনার কবলে পড়েন।
এদিকে দুর্ঘটনায় জড়িত গাড়িটি, একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে চালাচ্ছিল বলে জানা গেছে। ওই চালক রাজধানীর একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং তার বয়স পনের বছর বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
তাকে চুয়াডাঙ্গার, আলমডাঙ্গা থেকে আটক করেছে পুলিশ।
রিকশাচালক এই দুর্ঘটনায় সামান্য আহত হন বলে জানা গিয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
আহত শিশুটির মায়ের সাথে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকি। আহতদের সর্বশেষ অবস্থা দেখুন ভিডিওতে:
তথ্য সূত্র: বিবিসি