নিজস্ব প্রতিবেদকঃ বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে বিসিএস ক্যাডার হবে। কিন্তু সব স্বপ্নই ফিকে করে পৃথিবীকে বিদায় জানালেন রাফিন। আজ শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাফিন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রাফিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর ভবানীপুরের মীর আলমগীরের ছেলে। পরিবারে দুই ভাইবোনের মধ্যে তিনি বড় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাফিন বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে হঠাৎ করেই তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মুক্ত নিউজ/ইয়াসিন