পটুয়াখালী প্রতিনিধিঃ নৈতিক স্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাদা মিয়া ও সদস্যসচিব মো. অলিয়ার রহমানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে আবদুল জব্বারকে আহ্বায়ক ও আপেল মাহমুদকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দুজন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সোমবার (২৭ জুন) জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ ওরফে চুন্নু মিয়া সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।