ভিভো মোবাইল ওয়াই সিরিজের নতুন সংযোজন করছে ভিভো ওয়াই ৫৫এস ৫জি মোবাইল। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে Li-Po 6000 mAh এর ব্যাটারি যার ফলে বেশি ব্যাটারি ব্যাকআপের ফোন খোঁজেন তাদের জন্য বিশেষ হবে ফোনটি। এছাড়া অন্যান্য সুবিধাদি ও মিলবে ফোনটিতে। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন। ফটোগ্রাফির জন্য Vivo Y55s 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচারযুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ ২.৪ অ্যাপারচারযুক্ত ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর৷ একইভাবে সেল্ফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ডিসপ্লের ওয়াটারড্রপ-স্টাইল নচে অবস্থান করবে। কানেক্টিভিটির ক্ষেত্রে এই স্মার্টফোনে পাওয়া যাবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ভিভো ওয়াই ৫৫এস ৫জি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২২,৯৫৬/- টাকা। নীল, ফোনটি কালো এবং গোলাপি রং এ পাওয়া যাবে।