সর্বনাশা পদ্মা। পদ্মা নদীকে সর্বনাশা বলেই চেনেন সবাই। সচরাচর পদ্মা নদী দেখতে যায় এমন লোকের সংখ্যা খুবই কম। কারণ পদ্মা শুধু ভেঙেই চলে। সর্বশান্ত করে মানুষের জীবন। নিঃস্ব করে পথের ভিখারী করেছে কত মানুষকে তার হিসেব নেই। সেই পদ্মাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ হয়ে পদ্মার যে শাখা ঢাকার দোহার নবাবগঞ্জ ও মাওয়া হয়ে চাঁদপুরে মিশেছে তার একটা সর্বগ্রাসী রুপ থাকলেও নদী শাসন করার ফলে দোহারে এর চেহারাই পাল্টে গেছে। আপনার কাছে মনে হবে যেন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে এসেছেন।
পানির ঢেউ, সূর্যাস্ত বা মালবাহী নৌযান দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে আসবে আপনি টেরও পাবেন না। বিকেলে শতশত পর্যটক সপরিবারে ঘুরতে আসেন মিনি পতেঙ্গা নামে দোহারের বার্হ্রা ঘাটে। এই ঘাট থেকে ফরিদপুরের চরভদ্রাসনে যাতায়াত করা যায় ইঞ্জিন চালিত বোটে। নদীর পাড়ে গড়ে উঠেছে ছোট ছোট রেস্টুরেন্ট। শীতকালে নীল আকাশের নিচে নীল জলরাশি আপনাকে মোহিত করবে। ঢাকার গুলিস্তান থেকে সরাসরি ঘাট পর্যন্ত বাস চলাচল করে
প্রতিদিন সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলার কদমতলী ও মোহাম্মদপুর থেকে সিএনজি যোগে সরাসরি ঘাটে পৌঁছাতে পারেন অনায়াসে। পদ্মা নদী হলেও বার্হ্রা ঘাট মিনি পতেঙ্গা নামে সকলের নিকট পরিচিতি লাভ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ঢাকা শহর থেকে এখানে মানুষ ভিড় করে একটু সময় পেলেই। আপনিও দেখে যেতে পারেন মিনি পতেঙ্গাকে।
: মুক্ত নিউজ