সেন্টমার্টিন প্রতিনিধিঃ পর্যটন বাঁচাতে, সেন্টমার্টিন বাঁচান এই স্লোগান নিয়ে সেন্টমার্টিনে প্রতিদিন ৯০০ পর্যটক ভ্রমণ করতে পারবেন! পরিবেশ অধিদপ্তরের এমন মনগড়া সিদ্ধান্তের প্রতিবাদে সেন্টমার্টিন স্থানীয়
সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি, হোটেল মালিক সমিতি বাজার সমিতি, ভ্যান মালিক সমিতি এবং স্থানীয় জনগোষ্ঠী সম্মিলিতভাবে আজ শনিবার (১৮ জুন) মানব বন্ধনের আয়োজন করেছে।
বাংলাদেশের টিপ, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সাগর রত্ন সেন্টমার্টিন এই দেশের পর্যটনের তীর্থস্থান। সেই তীর্থস্থান নিয়ে পর্যটন সীমিত করার নামে পর্যটনের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করছে সেন্টমার্টিনের হোটোল মোটেল ও রিসোর্ট ব্যবসায়ী, বোট মালিক সমিতি, বাজারের ব্যবসায়ী সমিতি ও ভ্যানগাড়ি চালক সমিতিও স্থানীয় জনগোষ্ঠী। পরিবেশবাদীদের ব্যবহার করে সেন্টমার্টিন তথা কক্সবাজারের পর্যটনের বিরুদ্ধে এটি গভীর ষড়যন্ত্র বলে মতামত ব্যাক্ত করেন সেন্টমার্টিনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগোষ্ঠী।
পর্যটন অবিরত থাকলে কখনো পরিবেশ নষ্ট হয়না, বরং পর্যটন অবিরত থাকলে পরিবেশ রক্ষা হওয়ার সম্ভাবনা বেশী। সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সেন্টমার্টিনকে বিশ্ব মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলা সম্ভব। নিজ ভূখণ্ডে বিশাল অঙ্কের ফি দিয়ে পর্যটক ঢুকানোর পরিকল্পনা সংবিধান বিরোধী ও হঠকারী সিদ্ধান্ত বলে মতামত ব্যক্ত করেন বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় জনগোষ্ঠীর মতামত ছাড়া এমন হঠকারী সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ত্রিশ হাজার পরিবার ও শত শত কোটি টাকা বিনিয়োগ নষ্ট হয়ে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে ধ্বংস হয়ে যাবে বলে জানানা তারা।
এসময় এমন অপসিদ্ধান্ত বাতিল করে স্থানীয় জনগোষ্ঠীর ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দ্বীপ ও পর্যটন রক্ষার আকুল আবেদন করেন স্থানীয় জনগোষ্ঠী।