নবাবগঞ্জ প্রতিনিধিঃ নবাবগঞ্জ – দোহার উদ্যোক্তা পরিবারের উদ্যোগে মেহেদী আর্টিস্ট উদ্যোক্তাদের নিয়ে নবাবগঞ্জে নিউ জেলা পরিষদ মার্কেটে মোঘল রেষ্টুরেন্টের সামনে আজ ৩০ এপ্রিল,২০২২ রোজ শনিবার থেকে চাঁদরাত পর্যন্ত চলছে মেহেদী উৎসব ২০২২।
এ উৎসবে অংশগ্রহণ করছে নবাবগঞ্জ দোহারের অগণিত মেহেদী আর্টিস্ট। এদের মধ্যে হাফসা হোসেন, সানজিদা, কানিজ, সিমিসহ আরো অনেকেই। সকাল থেকে রমণীদের ভীড়ে মুখরিত ছিল এ উৎসব।
নবাবগঞ্জ দোহার উদ্যোক্তা পরিবারের এডমিন রিয়াজুল করিম অঞ্জন বলেন, ” উদ্যোক্তাদের নিয়ে নতুন এ কনসেপ্টটা উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ই করা। সকল স্তরের মানুষের এ মেহেদী উৎসবে স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই মুগ্ধ, আনন্দিত। আমদের এ প্লাটফর্ম থেকে প্রতিনিয়ত ই চেষ্টা করে এসেছি এবং চেষ্টা করবো সকল ধরণের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর।
জ্যোতি নামের এক গ্রাহক বলেন, নবাবগঞ্জ দোহার উদ্যোক্তা পরিবারের এমন আকর্ষণীয় আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লেগেছে, আপুরা খুব ভালো মেহেদী আর্ট করে ‘।
মেহেদী আর্টিস্টরাও খুব ধৈর্যসহকারে মনযোগ দিয়ে গ্রাহকদের পছন্দমত আর্ট করে দিচ্ছে হাতে। ১৫০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত মূল্যে তারা আর্ট করে দিচ্ছে মেহেদী দিয়ে।