মুক্ত নিউজ ডেস্কঃ ফারজানা চতুর্থ শেণীতে পড়ে। হঠাৎ তাকে দেখে গাড়ি থামিয়ে কথা বলি। সে ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিকারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ।
সে নবাবগঞ্জ উপজেলার কন্দ্রকপুর গ্রামে বাস করে। তার পিতা রজ্জব আলী কুয়েত প্রবাসী। ফারজানা দেখতে পুরোপুরি বাংলাদেশী সাধারণ আট দশটি মেয়ের মতই।
কিন্তু তার চুল! আপনি দূর থেকে দেখলে মন করবেন কোন আফ্রিকান মেয়ের চুল। মূলত তার পিতার এমন আফ্রিকান স্টাইলে চুল থাকার কারণে তার এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।
হরমনজনিত কারণে পিতার থেকে তারও চুল এমন হয়েছে। তবে এই চুলে তাকে বেশ ভালোই লাগে। গ্রামের সমবয়সী ছেলে মেয়েদের সাথে স্কুলে যায় এবং খেলায় মেতে উঠে।
এতে তার কোন লজ্জা বা খারাপ লাগে না। বন্ধুরা মিলে মিশে থাকে। বরং তাদের অনেকে খুশি একটু ভিন্নতা থাকার জন্য। তবে তার চুল বেশি লম্বা হচ্ছে না। কুকরানো থাকার কারণে আরো বেশি ছোট দেখায় তার চুল।