স্টাফ রিপোর্টারঃ আজ (মঙ্গলবার) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের মনিকান্দা দাখিল মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন ছাত্রদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনিকান্দা দাখিল মাদ্রাসা স্টুডেন্ট’স্ এসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রথম দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে ১৯৯৭ সালে। অনুষ্ঠানে প্রথম ব্যাচ থেকে শুরু করে সকল ব্যাচের প্রায় দুই শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা তাদের মাদ্রাসা জীবনের স্মৃতিচারণ করে আবেগে আপ্লূত হয়।
উপস্থিত সকলে মাদ্রাসার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব সাইদুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সামসুল ইসলাম খান।
অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ডেন্ট সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল করিম। এছাড়া অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা হারুনূর রশিদ, আব্দুর রজ্জব, মতিউর রহমান, মোঃ সাজাহান, মাওলানা মুসলেম উদ্দিন, নূরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক হোসেন, সোলাইমান কবির, ইব্রাহিম খলিল, আল-আমিন, তাইসির খান, ফজলুল হক তামিম, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, ফয়সাল আহমেদ, আলমগীর হোসেন, মিরাজ হোসেন, নাজমুল হোসেন, সিরাজুল ইসলাম, আসাদ খান, শাকিলসহ প্রমুখ।