সাভার প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় সাভার উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছে ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এসময় তাদেরকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান ও পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি প্রমুখ।
দুঃখ-কষ্টের দিন শেষে নতুন জীবনের স্বপ্ন দেখছেন গৃহহীন পরিবারেরা। তাদের চোখে এখন ঘর পাওয়ার আনন্দের অশ্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার জন্য ঈদ-উল-ফিতরের আগে ৩২ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করেন। এসময় তিনি সরকারি বাসভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।