দোহার(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (৩জনু) দুপুরে দোহার উপজেলার পৌরসভার উত্তর জয়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন এসিল্যান্ড। বাল্য বিয়ের পিড়িতে বসতে যাওয়া ওই কিশোরীর তানজিলা আক্তার (১৫) তার পিতার নাম সিদ্দিকুর রহমান।
সে সময় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেছি। কিশোরীর পিতা সিদ্দিকুর রহমানকে বলা হয়েছে কিশোরী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এবং কিশোরীর পিতার কাছে থেকে এ বিষয় মুসলেকা নেওয়া হয়েছে। সে সময় তিনি উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করেন এবং তিনি বলেন বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে সাথে সাথে অবহিত করার অনুরোধ করেন।