দোহার (ঢাকা) প্রতিনিধিঃ নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকার দোহারে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। ট্রাক থেকে পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন উপজেলাবাসী। সোমবার বিকাল থেকেই টিসিবির পণ্য কিনতে দেখা গেছে উপচে পড়া ভিড়।
সোমবার বিকালে দোহার উপজেলা পরিষদে চত্বরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক দেখা যায়। ট্রাকের পেছনে উপজেলার বিভিন্ন এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্য মূল্যর পণ্য কিনছেন। পণ্য কেনার সময় ক্রেতাসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো।
পুরুষদের থেকে বেশি ভিড় দেখা গিয়েছে নারীদের। কারণ সংসারে রান্নার কাজ তাদেরই করতে হয়। আবার অনেকেই দেখা গিয়েছে পন্য কিনতে দৌড়ে এসে লাইনে দাঁড়াতে। টিসিবির পণ্য কিনতে আসা আছিয়া আক্তার বলেন, ‘বর্তমানে বাজারে জিনিসপত্রের যে দাম তাতে আমাদের কিনে খেতে একটু সমস্যা হচ্ছে।
সে জন্য ন্যায্য মূল্যে ৪ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি,২ কেজি ডাল ও পেঁয়াজ ৫ কেজি ৩০ টাকা দরে কিনেছি। এতে টাকা সাশ্রয়ী হলো আবার ভালো জিনিসও পেলাম। এ পদ্ধতি প্রতিদিনের জন্য চালু রাখা উচিৎ সরকারের।
টিসিবির পণ্য বিক্রির দায়িত্বে থাকা ডিলার নূর জাহান ট্রেডার্সের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা দোহার উপজেলা পরিষদ চত্বরের ভেতরে বিকেল ৪টা থেকে এই পণ্যসামগ্রী বিক্রি করছি। যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমরা এই পণ্য বিক্রি করে যাব। আমরা আজকে ৮০০ পরিবারের মাঝে আমাদের এই পন্য সামগ্রিই বিক্রি করবো।
আর একটু ভির বেশি হওয়ার ফলে আমরা গ্রাহকদের পণ্য দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা একজনকে ৪ লিটার তেল প্রতি লিটার ২২০ টাকা করে ৪৪০ টাকায়, চিনি ১ কেজি ৫৫ টাকায়, ডাল ২ কেজি ১২০ টাকায়, পিঁয়াজ ৫ কেজি ১৫০ টাকায় দিচ্ছি।