ডেস্ক রিপোর্টঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সদস্যদের অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আল জাজিরা জানায়, দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেছেন, আমরা বিজেপির দুই কর্মকর্তার করা আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা করছি এবং দলটি প্রকাশ্যে সেই মন্তব্যের নিন্দা করছে দেখে আমরা আনন্দিত।
নেড প্রাইস আরও জানান, আমরা নিয়মিতভাবে ভারত সরকারের সাথে উর্ধ্বতন স্তরে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের বিষয়ে একত্রে কাজ করে থাকি। এর মধ্যে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতাসহ আমরা ভারতকে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উৎসাহিত করি।
চলতি মাসের শুরুর দিকে ২০২১ সালের বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার উপর একটি মার্কিন প্রতিবেদন প্রকাশ করা হয়। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সেসময় বলেন, ভারতের কিছু সরকারি কর্মকর্তা হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মানুষ এবং উপাসনালয়ের উপর ক্রমবর্ধমান আক্রমণকে উপেক্ষা করছেন বা সমর্থন করছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানায়, মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্য ‘অজ্ঞাত’ এবং ‘পক্ষপাতমূলক’, কারণ তারা ভারতে ধর্মীয় অধিকার রক্ষা করেছে।
মুক্ত নিউজ/ইয়াসিন