মুক্ত নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দল থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন। বিবিসি বলছে, আজকেই তিনি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি থেকে তিনি পদত্যাগ করবেন।
জনসনের পদত্যাগের ফলে শরত অর্থাৎ আগামী অক্টোবরের মধ্যে নতুন নেতা নির্বাচিত করবে কনজারভেটিভ পার্টি। এরপর ওই মাসেই দলের সম্মেলনে দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বরিস জনসনের পদত্যাগ করতে রাজি হওয়া মানে দেশটির কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্বের জন্য দৌড়ঝাপ শুরু হবে।
ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, মধ্যাহ্নভোজের পূর্বেই প্রধানমন্ত্রী জনসন একটি বিবৃতি দিবেন।
মুক্ত নিউজ/আই