মুক্ত নিউজ ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির নিজ বাড়িতে ৭৩ বছর বয়সে তিনি মারা গেলেন।
ইভানার মৃত্যু দুর্ঘটনাজনিত কারণে হয়েছে বলে মনে করছে পুলিশ। ইভানাকে তার বাড়ির সিঁড়িতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। তিনি পড়ে গিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।
ইভানার মৃত্যুর কথা ডোনাল্ড ট্রাম্প নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইভানা একজন চমৎকার, সুন্দর ও বিস্ময়কর নারী ছিলেন। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন।
ডোনাল্ড ট্রাম্পের তিন সন্তানের মা ইভানা। তার গর্ভে জন্ম নেন ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও ইরিক ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ছিলেন ইভানা। ১৯৭৭ সালে তিনি বিয়ে করেছিলেন চেক রিপাবলিকের মডেল ইভানাকে। ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়।
সূত্র: বিবিসি
মুক্ত নিউজ/আই