করোনা আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে আসায় নিজ থেকেই আইসোলেশনে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে এসেন তিনি। ফলে আগামী কয়েকদিন তাকে আইসোলেশনে থাকতে হবে। আইসোলেশনে থাকায় জাতিসংঘ মহাসচিবের আগামী কয়েকদিনের নির্ধারিত মুখোমুখি সব বৈঠক ও কর্মসূচি বাতিল করা হয়েছে বলে এএফপি জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন । যদিও করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। মাত্র কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজ নিয়েছেন তিনি।