কেরানীগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে একুশে ব্ল্যাড ডোনারস ক্লাব আয়োজন করে ফ্রি ব্ল্যাড গ্রুপিং। কেরানীগঞ্জের আটি বাজার সকাল ৮টা থেকে ১১ টা এবং ১১- ১ টা পর্যন্ত ঘাটারচর গ্রীন হেলথ্ সেন্টারের সামনে এ কর্মসূচী চলে।
আটিবাজার ও ঘাটারচরের চারটি কওমী মাদ্রাসার প্রায় ৩০০ ছাত্র ও ১০০ সাধারণ মানুষকে ফ্রি ব্লাড গ্রুপিং করে দেন। ছাত্ররা ও সাধারণ মানুষ ফ্রি ব্লাড গ্রুপিং করতে পেরে ব্যাপক আনন্দ প্রকাশ করে।
আয়শা হাসপাতালে গ্রুপিং সহযোগিতায় এতে উপস্থিত ছিলেন একুশে ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মোস্তাক আহম্মেদ। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘মানবতার কল্যানে, এগিয়ে আসুন রক্তদানে’ এই শ্লোগানে ২০১৮ সালে আমরা তরুন ছাত্র সমাজ কে নিয়ে এটি শুরু করি।
তিনি আরো বলেন, ঢাকা শহরে যেকোনো মানুষের রক্তের প্রয়োজন হলে আমরা যেন সহযোগিতা করতে পারি সেজন্যে কেরানীগঞ্জকে দুইটি অঞ্চলে ভাগ করেছি, একটি কদমতলী এবং অন্যটি আটিবাজার। তিনি সবাই কে সময় মত রক্ত দেওয়ার উদাত্ত আহ্বান জানান। সাভার অঞ্চলে কাজ শিঘ্রই শুরু করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন একুশে ব্লাড ডোনার ক্লাবের দাতা সদস্য মোঃ আমিনুল ইসলাম, সমাজ সেবক নাসির উদ্দীন ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলম, একুশে ব্লাড ডোনার ক্লাবের সদস্য তাওহীদ, সাব্বির, নুর সাঈদ, জহির, রবেল, সাইফুল, সুমন প্রমুখ।