নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নে সেলিনা নূর-বাডাস ফাউন্ডেশন এর উদ্যোগে ১০০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ২০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট ও ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ কাজের ভিওিপ্রস্তর স্থাপন করা হয়।
গত ১৪ জানুয়ারী এই কাজের উদ্বোধন করা হয়। ভিওিপ্রস্তর স্থাপন করেন ইউনিক গ্রুপের চেয়ারম্যান জনাব নূর আলী। তিনি বলেন, এই অঞ্চল হবে আধুনিক ঢাকা। এই প্রতিষ্ঠানের কাজ পাঁচ বছরের মধ্যে শেষ হবে । এখানে হবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এখানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাডাস ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এ কে আজাদ । জনাব এ কে আজাদ বলেন, এটা হবে আধুনিক কলেজ এন্ড হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট, যেখানে সারা বিশ্ব থেকে পড়তে ছাত্র ছাত্রী আসবে। শিক্ষার্থী ও টিচারদের আবাসনের ব্যবস্থাও থাকবে এখানে। এক কথায় যাকে বলে আন্তর্জাতিক।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ ঝিলু । এছাড়া এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।