ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কান্দাবাড়িল্যা গ্রামে অবস্থিত”সম্মান সাহাবী বৃদ্ধাশ্রম ও কারিগড়ি শিক্ষা কেন্দ্রে” আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত হলো গত ২০ নভেম্বর। উক্ত প্রোগ্রামটিতে সার্বিকভাবে সহযোগীতা করেছেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি শাহাজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ওসমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্জ্ব আক্কাস উদ্দির মোল্লা।

উক্ত অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেছেন ডাঃ মতিয়ার রহমান খান, ডাঃ মোহাম্মাদ বাবুল মিয়া, ডাঃ আসলাম হোসেন অশ্রু, ডাঃ গুলনাহার লিলি,ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ,ডাঃ মামুনুর রহমান, ডাঃ আব্দুল্লাহ সাঈদ খান, অপ্টোমেট্রিস্ট ননী গোপাল হালদারসহ আরও অনেকে।
এ উদ্যোগের মাধ্যমে গত শনিবার প্রায় ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ছাড়াও ১৪০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস ও ১২৫ জনকে রক্ত পরীক্ষা করার সুযোগ করে দেওয়া হয়েছে। এলাকার লোকজন এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।