দোহার (ঢাকা) প্রতিনিধিঃ শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছিল রমজান মাসে চৈতাবাতর যুবসমাজ সংগঠন। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ৯ কিশোর।
শুক্রবার (২৭ মে) উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর কেন্দ্রীয় জামে মসজিদে চৈতাবাতর যুব সমাজের উদ্যোগে ৯ কিশোরের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, জিহাদ বেপারী (১৩), পিয়াস বেপারী (১০), আবিদ বেপারী (১৮), নিরব (১৪), ইয়াসিন (১২), সিয়াম (১০), জাহিদ (১৫), ওসমান গনি হাওলাদার (১৩) ও কাউসার হাওলাদার (১৪)।
এসময় নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে