পটুয়াখালী প্রতিনিধিঃ একশত দশ পিচ ইয়াবাসহ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের হিসাব রক্ষক হাসানুুজ্জামান (৪৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় তার অফিস কক্ষ থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
হাসানুজ্জামান সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উওর ধরান্দী এলাকার বাসিন্দা আব্দুস সালাম মাস্টারের ছেলে। সদর থানা পুলিশের এসআই বিপুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে দশটায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হিসাব রক্ষক হাসানুজ্জামান এর কক্ষ থেকে ১১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য হাসানুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।