পটুয়াখালী প্রতিনিধঃ মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি গঠন ও দলীয় বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য স্বাক্ষরিক ক্ষমতা পেল ২ নেতা। অহবায়ক কমিটি গঠনের ১ বছর ৫ মাস পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ২নং সদস্য মোঃ শাহাবুদ্দিন নান্নু এবং সবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমান ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে এই স্বাক্ষরিক ক্ষমতা প্রদান করে কেন্দ্রীয় বিএনপি।
মঙ্গলবার (১৯ জুলাই) কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
তথ্যগত নানা ভুল সংবলিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিএনপি’র মহাসচিবের বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিভিন্ন তথ্য, উপত্তের অভিযোগের সত্যতা পায়। দলীয় ঐক্য ও সমন্বয়ের স্বার্থে তৃণমূলের কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে ধানের শীষ মার্কা নিয়ে উপজেলায় দুইবার নির্বাচনে অংশগ্রহণ করায় শাহাবুদ্দিন নান্নুকে দলীয় কর্মকাণ্ডে প্রয়োজন।
প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যগত যেসব ভুলঃ শাহাবুদ্দিন নান্নু দুইবার উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে অংশগ্রহণ করলেও প্রথমে বার ছাতা মার্কা এবং দ্বিতীয় বার নির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে অংশগ্রহণ করেন। কিন্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ধানের শীষ মার্কা নিয়ে উপজেলায় দুইবার নির্বাচনে অংশগ্রহ করেন। তৃণমূল বিএনপি কি অভিযোগ করেছে তা সুনিদৃষ্ট ভাবে উল্লেখ করা হয়নি। বর্তমান আহ্বায়ক কমিটির বিরুদ্ধে তথ্য উপাত্ত অভিযোগের কি সত্যতা পেয়েছে সেটা উল্লেখ করা হয়নি এবং উল্লেখ করা হয়নি গঠনতন্ত্রের কোন ধারাও।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংসু সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশরাফ আলী হাওলাদারকে আহ্বায়ক ও চার জন যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। দুই মাস মেয়াদী কমিটিতে দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও কমিটি গঠনের ক্ষেত্রে আহবায়ক ও ২ যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর বাধ্যতামূলক উল্লেখ থাকলেও কারো নাম উল্লেখ করা হয়নি। ইতিমধ্যে উক্ত কমিটি ছয় ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন, ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৫টি ওয়ার্ড কমিটি গঠন, এবং চার ইউনিয়নে কাউন্সিলে ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। তবে ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনে জেলার নির্দেশনা না মেনে একজন যুগ্ম আহবায়কের স্বাক্ষরে কমিটি গঠন করা হয়। ছয় মাস আগে পাঁচ ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও মির্জাগঞ্জ ইউনিয়নে কমিটি করতে পারেনি এই কমিটি।
এছাড়াও ,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৯ নং সদস্য গোলাম ফারুক মুন্সির ভাই তারেক রহমান ফেসবুক আইডি থেকে বিএনপিকে নিয়ে অশ্লীল মন্তব্য করছেন। ২৭ নং সদস্য আইয়ুব আলী খানের বিরুদ্ধে সম্প্রতি ইউপি নির্বাচনে দেউলী সুবিদখালী ইউনিয়নের নৌকার প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন খানের পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। ৩০নং সদস্য মনিরুল হক দুলাল ফকির যুব অধিকার পরিষদ মির্জাগঞ্জ শাখার আহবায়ক নির্বাচিত হয়েছেন।
এসব বিষয় কেন্দ্রীয় বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।