পটুয়াখালী প্রতিনিধিঃ মির্জাগঞ্জে সাপের কামড়ে আবদুল্লাহ আন নাফি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।
বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ১১ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবদুল্লাহ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারের পশ্চিম পাশে উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের আবদুল আলীমের ছেলে।
মৃতর পিতা আব্দুল আলিম জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বসত ঘরের খাট থেকে নিচে নামলে সেখানে থাকা গর্তে পা পরার সাথেই একটি সাপ তার ডান পায়ের গোড়ালিতে কামড় দেয়। এ সময় চিৎকার দিলে তার মা এসে সাপ গর্তে ঢুকতে দেখে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম প্রেরন করে। সেখানে না নিয়ে উপজেলা সদরের সুবিদখালীর স্থানীয় এক ওজা দিয়ে চিকিৎসা করে বাড়ি নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে বাড়ি থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় সে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ওয়ালিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।