পটুয়াখালী প্রতিনিধিঃ মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে (২য় ধাপ) গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন প্রেস ব্রিফং করেছেন। প্রধানমন্ত্রী কর্তৃক বৃহস্পতিবার (২১ জুলাই) আনুষ্ঠানিক ভাবে সারা দেশে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।
বুধবার (২০ জুলাই) ১২ টায় উপজেলা প্রসাশনের কার্যলয়ে প্রেস ব্রিফিং বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজ হোসাইন, তথ্য ও গবেষনা সম্পাদক মেহেদী হাসান মুবিন,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, দৈনিক যুগান্তর মির্জাগঞ্জ প্রতিনিধি মাহাবুবুর রহমান মালেকসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ইউএনও তানিয়া ফেরদৌস তাঁর বক্তব্যে বলেন, ৩য় পর্যায়ে (২য় ধাপ) মির্জাগঞ্জে ৮৭ টি পরিবার ভূমি ও ঘর পাচ্ছেন। এদের মধ্যে মাধবখালী ইউনিয়নে ২২জন, মির্জাগঞ্জ ইউনিয়নে ৩৬জন, আমড়াগাছিয়া ইউানয়নে ৫ জন, দেউলী সুবিদখালী ইউনিয়নে ১৮ জন, কাকড়াবুনিয়া ইউনিয়নে ৫ জন, মজিদবাড়িয়া ইউনিয়নে ১ জন। আশা করি আগামী ডিসেম্বরে মধ্যে মির্জাগঞ্জ উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত এই মহতী উদ্যোগের কারনে আজ আমরা সারা বিশ্বে প্রসংশা কুড়িয়েছি।