পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গত ২৮ ডিসেম্বর পটুয়াখালী জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আহত নেতৃবৃন্দের চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর তাদের নিয়ে শোকরানা দোয়া অনুষ্ঠান করা হয়।
শনিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা আশ্রাফ প্যালেসে উপজেলা বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং নেতৃবৃন্দের সম্পুর্ন সুস্থতা কামনা করে দোয়া করা হয় সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলের জন্য দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার, যুগ্ম আহবায়কবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মী এতে অংশ নেয়।