পটুয়াখালী প্রতিনিধি :বছরের প্রথম দিনে মির্জাগঞ্জের গোলাপ গোলদার বাড়ির স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আঃ হালিম বাচ্চু গোলদার ।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আঃ সালাম গোলদার , মাদ্রাসার পৃষ্ঠপোষক এসিআই ফার্টিলাইজার এর বিজনেস ডাইরেক্টর বশির আহমেদ গোলদার, বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আলম গোলদার,আলহাজ্ব ফরিদ গোলদার,মাদ্রাসার সুপার জামাল হোসেনসহ সংশ্লিষ্টরা।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর তা হচ্ছে না। তবে বছরের প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলছে।