পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মাহিন্দ্রা (মালামাল টানা) উল্টে চালক মোঃ হিরন (হিরু) নামে ৪০ বছরের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামের ওয়াপদায় (বেড়িবাধ) এ ঘটনা ঘটে।
নিহত যুবক পার্শ্ববর্তী বেতাগী উপজেলার মোকামিয়া (করুনা) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত যুবক তার নিজস্ব মাহিন্দ্রা দিয়ে মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ও পার্শ্ববর্তী একটি রাস্তার মালামাল টানছিল। বৃহস্পতিবার সকালে সে মালামাল আনার জন্য ঘটনাস্থলে গেলে তার মাহেন্দ্রটি ওয়াপদা থেকে নিচে নেমে যায়। সেটি উপরে তোলার সময় হঠাৎ মাহিন্দ্রাটি উল্টে গেলে সে নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ ইউপির ৪, ৫, ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ খাদিজা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।