পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদল মুন্সি (৩৫) কে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় শহরের শেখ রাসেল শিশুপার্কের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদল মুন্সি টাউন বহালগাছিয়া এলাকার করিম মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদল মুন্সিকে শহরের শেখ রাসেল শিশুপার্কের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় বাদল মুন্সিকে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত বাদল মুন্সি পটুয়াখালী সেসন ১৯৮/১৩ মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি। আগামীকাল তাকে জেল হেফাজতে পাঠানো হবে।