পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈদ্যুতিক লাইনের উপর থেকে বাঁশ সরানোর সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুলাল খান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত দুলাল খান ওই গ্রামের জাবেদ আলী খানের ছেলে।
নিহতের ছেলে রেজাউল খান জানান, বাড়ির পূর্ব পাশের সড়কের কাছে বাঁশ ঝাড়ের কয়েকটি বাঁশ বিদ্যুৎ লাইনের উপর পড়ে থাকতে দেখে হাত দিয়ে তা সরাতে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সড়কে পড়ে যায় সে। এ সময় সড়কে চলাচল করা লোকজন দেখে ডাকাডাকি করলে আমরা তাকে উদ্ধারকরে ঘরে নিয়ে গিয়ে এম্বুলেন্সে কল করি । পরে এম্বুলেন্স আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।