কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিলবর মিয়ার বাড়িতে আগুন লেগে একটি গরু সহ অনেক জিনিসপত্র পুড়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আনুমানিক ৩ টার দিকে আগুন লাগে ঐ বাসায়। কিন্তু আগুনটি কিভাবে লেগেছে কেউ বলতে পারেনা।
ঐ দিন দিলবর মিয়ার বাসায় কেউ ছিলো না, গরু ঘরে বাধা ছিলো। অনেক শক্ত রসি দিয়ে বাঁধা ছিল তাই বের হতে পারেনি। এলাকার কিছু লোক এসে বের করার চেষ্টা করে। কিন্তু গরুটির পুরো গা পুড়ে যায়। এলাকাবাসী গরু টিকে সাথে সাথে জবাই করে।